স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০৪-১১-২০২৪ ইং
**********************
সেই পাখিটা একটু বসেই উড়ে যায়,
চেষ্টা করেও বন্ধী করতে পারিনি খাঁচায়!

মুক্ত গগণে ডানা মেরে উড়ে রোজ-প্রতিদিন,
তবু গোধূলী বেলার আলোর বৃত্তে রাখি নয়ন।
যদি ফিরে এই খাঁচায় তরঙ্গ দোলা নৃত্যে,
শুধু চেয়ে থাকি , শুধু চেয়ে থাকা নিত্য।

একুট থামি, একটু দাঁড়াই,ধরতে যাই--
সেই পাখিটা একটু বসেই উড়ে যায় ডানা ছড়াই।
একটু ঘুরে আবার আসি ফিরে পাখিটির নীড়ে,
সন্ধ্যা হয়ে আসে,অদৃশ্য হয়ে যায় অন্ধকারে!

পাখিটিও হারিয়ে যায় কিছু না বলে-
আমিও ফিরে আসি অশ্রু জলে-
খাঁচার কাছে আসে আবার উড়ে যায় দৃষ্টি লুকিয়ে,
একটুখানি এগিয়ে আলোর বৃক্তে গোধূলী নামিয়ে।
-------------------------------------------