স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৭-১১-২০২৪ ইং
********************
বিপ্লবের কাছে আমি একটি মুক্তির গোলাপ চেয়েছি,
এখন ফুলদানিতে বিষাক্ত সাপ পোকা মাকড় পেয়েছি!
ঝাঁকে ঝাঁকে চিল শকুন উড়েছে বাংলার আকাশে,
স্বাধীনতার পুস্প খামছে ধরেছে ধারালো নখের হরষে।
বিপ্লবীর কাছে আমি একটি মুক্তির ঠিকানা খুঁজেছি,
এখন গোলা বারুদ দেশলাইয়ের অনলে নিত্য পুড়েছি!
রক্ত চোষা জুঁক চুষে খাচ্ছে নিয়ত মায়ের কোমল বুক,
বিপ্লবের কাছে শুধু চেয়েছি স্বাধীন জীবনের পরম সুখ।
এখন আগুনের কাছে বিজয় কেতন পুড়েছে- জ্বলেছি
কণ্ঠে কন্ঠে প্রজন্ম হতে প্রজন্মের বেসুর গান শুনেছি।
দিকে দিকে রক্ত জবার পাঁপড়ি ফুটেছে কাননে,
রাত্রির প্রহরী ঘুমিয়ে গেছে অন্ধ রাজার সিংহাসনে।
হে বিপ্লবী, আমাকে এমন স্বাধীনতা দাও- এমন পতাকা,
যে বিপ্লবের কাছে মুক্তির গোলাপ চেয়েছি লাল-সবুজে আঁকা!
এই জাতি বিপ্লবের কাছে শুধু মুক্তির কবিতা চেয়েছে,
এখন দিকে দিকে অস্থিরতা পেট্রোল বোমা রক্ত ঝরেছে।
মুক্তির কাছে এসে জাতি এখন অসুর দোসরের খোয়াড়ে,
এর চেয়ে বড় পরাজয় আর কি আছে এই স্বাধীন প্রান্তরে?
------------------------------------------------