কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৭-১০-২০২৪ ইং
**********************

স্বাধীনতার ঊষা উঠাইতে পারিস নে হায়,
ব্যাঙ নাচিছে হাতির কপালে এই জমানায়!!

যা কিছু অর্জ্ন এসেছিল ভেঙে ভেঙে যায়,
অন্ধ চক্ষুরে পথ দেখায়, আছি বিষ্ময় ভাবনায়!
সাপের বিষে খুঁজি মধু কাননের ফুল হারায়,
কেইঞ্চা বলে বাঁশে’রে আমি বড় এই ধরায়।

অজ্ঞ দেয় আলো জ্ঞানী’রে,তুমি কোথাকার?
পিচ্ছি বলে আমি বীরযোদ্ধা পরাধীন ধরণীর ।
আজি মুর্খ্ লিখে ঐতিহ্যের কবিতা মহা-কাব্য!
আমি ভীত কম্পিত শঙ্কিত বলিনা এটা অসভ্য!

বিবেক’কে করেছি কারারুদ্ধ- ম্লান -শুষ্ক মুখ,
পরাধীনতায় খুঁজি ঐশ্বর্যরাশি স্বাধীনতার সুখ।
ব্যাঙ নাচিছে হাতির কপালে বীর বাহাদুর কই?
মোনাফিক মীরজাফর ধরিছে আজ বঙ্গের মই!!
--------------------------------------------