স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩০-১০-২০২৪ ইং
**********************
কে তুমি! নির্বিচারে ঢুকে গেলে হৃদয় মহলে,
শিরা উপশিরা অস্থি মজ্জা চেপে ধরেছে অনলে।

যদি না এসো কারারুদ্ধ হয়ে যাবো এ তল্লাটে,
খুব করে চাইছে দেখি কাঙ্খিত মুখখানি বটে!
মধুর যুদ্ধের পরে যদি ফিরে আসে বিদ্রোহ-
সেখানে কভু জাগিবে না বিরহ ব্যদনার প্রবাহ।

এসো তবে যুদ্ধ করি মধুর মুখর প্রখর উচ্ছাসে,
হারাবো বলে সাণিত করেছি অস্র দুরন্ত হরষে!
তোমার সাগরে তরী ভাসাবো এই আনন্দ ভ্রমণে,
উড়ে যাবো দুর সীমানায় অমৃতের যুগল বন্ধনে।

কে তুমি! নির্বিচারে ঢুকে গেলে হৃদয় অঙ্গনে,
এসো তবে যুদ্ধ করি পরম সুখের উল্লাসে সমর রণে!!
যদি হেরে দেই জিতে যাবে তুমি, আমি হবো বীর,
যদি স্বীকৃতি দাও আমি হবো মাঝি এই প্রেম তরীর।

এসো তবে যুদ্ধ করি হৃদয়ে হতে হৃদয়ের ছন্দে,
প্রেমের কবিতা রচি হাসনেহেলা ফুলের সুরভী গন্ধে।
----------------------------------------------