স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৬-১১-২০২৪ ইং
********************
ওগো,তুমি অন্তঃদৃষ্টি দিলেই চিনবে আমাকে,
একবার জিজ্ঞাসা করো তোমার এই হৃদয়কে!
আমি সেই অনুভূতির প্রথম ব্যকরণ,
যা তুমি দিবানিশী যপেছো সারাক্ষণ।
আমি স্পন্দিত পুস্পের অমৃত ঘ্রাণ,
সৌরভ সুবাস ছড়ানো প্রেমময় বিজ্ঞান।
আমি তোমার হৃদয়ের শুভ্রতর মৌল উপাদান,
সে তুমি কি ভুলে গেলে এই পৃথিবীর উদ্যান?
জানি তা কভূ পারবে না, তা কভূ হবে না,
আমি যে অনুভূতি প্রথম ব্যকরন- সেতো জানা?
এতো শুধু হৃদয়ের এক অনুপম যুদ্ধকে চেনা-
তুমি অন্তঃদৃষ্টি দিলেই শুধে যাবে লেনা-দেনা।
-----------------------------------------