স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৪-১১-২০২৪ ইং
**********************
সেই কবে এসেছিলাম! এখনো আগের মতই আছ!
আগের মতই সবুজ চাঁদরে জীবন স্বপ্নের কবিতা রচ।
সেই স্মৃতিরপটে ফিরে যেতে ভাল লাগে আজও,
এখনো সজিব মনে হয়, এখনো প্রত্যহ ছুঁয়ে যাও।
এখনো সেই ধূলো বালিগুলো কুশল জিজ্ঞাসা করে,
এখনো গুরুজনের আলোক রশ্মি জ্বলে উঠে অন্ধকারে।
সেই কবে এসেছিলাম! এখনো দেখি তুমি সেই সূরভী!
চুপি চুপি পাশে এসে মুচকি হেসে বলে যাও- হে কবি!
এখনো আগের মতই আছ! জ্ঞানের মশাল হাতে নিয়ে,
ঠিক যেন প্রভাতের রবি হয়ে বলে যাও নির্ভয়ে!
তুমি ছিলে বলেই জয় করেছি এই পৃথিবীর অন্ধকার,
ভালবেসেছিলে বলেই আমি হয়েছি তোমার অহংকার।
আবার এসেছি ফিরে সেই স্মৃতিপটে নব উজ্জীবনে,
এখনো আগের মতই আছ যেমন ছিলে ফুল কাননে।
ধন্য হে আলোকিত সুন্দর !
আঁধার হতে আলোতে এসেছি তোমার পরশে নিরন্তর।
এখনো আগের মতই আছ! দীর্ঘ্ প্রহরে এই অন্তর,
হে প্রিয় বিদ্যাপীঠ, তুমি অবিনশ্বর যুগ হতে যুগান্তর।
------------------------------------------------