স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৪-১০-২০২৪ ইং
**********************
ওরে আদর্শ্ কভূ মরে না বিপ্লবী প্রাণে,
সে এক মৃত্যুঞ্জয়ী স্পন্দন জীবন মরনে।
যুদ্ধরে সে আলিঙ্গন করে ঝড় তুফানে,
বিজয় পতাকা উড়ায় তুমুল সমর রণে।
কভূ সে করে না ভয় উত্তাল তরঙ্গ জলে,
যতই আসুক তপ্ত সমীরণ তীব্র হিল্লোলে।
তরী বেয়ে চলে সে আঁকা বাঁকা কূলে কূলে,
বিজয় নিশানা উড়ায় বীর বেশে গর্দান তুলে।
যোদ্ধা কভূ পায় না ভয় দোসরের রাঙা চোখে,
বুকের পাটা খুলে ঝাঁপিয়ে পরে সকল দুঃখে।
যুদ্ধই তার সাধনা, চেতনাই তার আর্দ্শ দুর্দিনে,
যোদ্ধা হারতে আসেনি এ মাতৃকার মাঝখানে।
এ আদর্শ্ কভূ পরাজয় শিখেনি কোন বেদনাতে,
কে স্তব্দ করবে তারে আঁধার রাতের পরে রাতে?
-----------------------------------------