স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২১-১১-২০২৪ ইং
********************
এতো সহজেই হৃদয়টা দিয়ে ফেলি কেন?
কি আছে নেশা! কি আছে অবুঝ তরঙ্গ হেন!
আউলা ঝাউলা ঝড়ের মত উদাসী বাতাস মেখে,
কেন স্বপ্নের চোখে তোমার ছবি বিনিদ্র যাই এঁকে।
কেন এত ব্যদনার বেনোজলে ভেসে যাই দূরে-বহুদূরে!
অসীম দিগন্ত জেনেও কেন বুঝিনা তুমি বড় অধরে।
শুধু ছুটে চলি শুধু ছুটে যাই সারাটি স্নিগ্ধ রাত,
কাব্যের মহিমা বুঝিনি তবু চেয়েছি দু’টো হাত।
অনেক ভেবেছি এ কবিতা আমার নয়
তবু বুকে জড়িছে রেখেছি অবুঝের মত নির্ভ্য়!
প্রেম কি বুঝিনি শুধু অনুভব করেছি তন্ত্রে তনুতে পুড়ি,
তবু ছুঁতে চেয়েছি নিজেকে হারায়ে আকাশের লাল ঘুড়ি।
কি যেন এক ঝড় উঠেছে হৃদয়ের গভীরে-
কেন এত সহজেই ভালবেসে ফেলি তোমারে?
বাঁধা পড়েগেছি যতই টানো বিরহের সুতো ধরে
এ বন্ধন ছিন্ন হবে না কভু যতই ছুটে যাও দূরে।
অবুঝের মত স্বপ্নের চোখে তোমাকে দেখেছি,
উদাসীন হয়ে অন্তরে শুধু তোমারই ছবি এঁকেছি।
------------------------------------------