স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৭-০৯-২০২৪ ইং
*************************
তোমাকে চাই আমি অবিচল- দৃপ্ত –দুঃসময়ে,
তুমি নতশির হবে না কভূ সংকটেরও ভয়ে!

তুমি স্বাধীন মাতৃকার চির অক্ষয় শক্তি -সুসংহত,
তোমাকে চাই দেখি শত বিপদে বলিষ্ঠ - অক্ষত।
অশ্রুজলে সিক্ত হবে না দুঃখ শোকে আঘাতে,
লাল-সবুজের পতাকা সমুদ্যত তোমার হাতে।

শিল্প ও প্রেমের সাহিত্যে ভরা তোমার হৃদয়,
কভূ  বিদ্রোহী দোসরে হবে নাকো নব উদয়!
আমি স্বপ্ন বুঁনেছি লক্ষ শহীদের রাঙা জল,
তোমার চাষাবাদে মুক্তির ফুল ফুটবে বঙ্গ তল।

তোমাকে চাই আমি অবিচল- দৃপ্ত –সূর্যোদয়ে,
বহুবার মখোমুখি হয়েছি অযূত সংখ্যক ক্ষয়ে।
ওহে সম্মুখে গর্জে যাও, হোক নিন্দা ও অখ্যাতি,
সত্য ও ন্যায় পথে দিয়ো দৃঢ় নেতৃত্ত্বের জ্যোতি।

----------------------------------------------