তারিখঃ ০৭-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
লোকটা পাল্টেছে শুধু আয়নাটা ঠিকই আছে,
গন্ধ ছড়াচ্ছে তীব্র একই রকম পঁচে পঁচে।
ওরে - স্বাধীনতা কি এল রক্ত নদীর ?
এখনো নিস্তার নেই নিরহ জনতার!
গোলাপ ছুঁড়ে ফুটেয়েছি জবা মুক্ত উদ্যানে,
হুতম প্যাঁচা নিশাচর ছোবল দিয়েছে গানে।
শুধু মুক্তি পেয়েছি শ্লোগানে নিবিড় শ্যামলে,
এখনো সেই পুরানো ধারা স্বাধীনতার আমলে।
এখনো তোমাতে আমাতে চিরদিন চলে দ্বন্দ্ব
বৈষম্য চক্রাকারে ঘুরে শুনায় স্বৈরতন্ত্রের ছন্দ।
ওরে ছদ্মবেশীরা এ বাংলায় সাবধান হুশিয়ার,
আবার হাতে নিবো সেই মুক্তিযুদ্ধের হাতিয়ার।
তোদের ভাষা বুঝেগেছি কণ্ঠ স্বরের ভঙ্গিতে,
তোরা কভু নহে এই বাংলার সোনালী প্রভাতে।
---------------------------------------------