স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৩-০৯-২০২৪ ইং
************************
তুমি কেমন করে ব্যবধান করো হে গুণী,
কি বৈষম্যের গান গাও অবাক হয়ে শুনি!
হত্যার প্রতিবাদে উত্তাল মিছিলে ছিলে তুমি,
আজ কোথায় লুকিয়ে আছো রক্ত ঝরা ভূমি ?
এখন যে বিচার বর্হিভূত মব জাষ্টিস চলে,
কত প্রাণ অকালে ঝরে দিবানিশি কত ছলে!
কি পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে,
বুকের উপর বসিছে চেপে মৃত্যুর ছায়ে।
সংস্কার বাহিয়া যায় সুরের সুরধনী,
আপনার সংস্কার হয় না কভূ -এ ধরণী।
ওরে সব হত্যার বিচার চাই, কইতে কথা বাধে,
স্বাধীনতার স্বাধীনতা আটকে গেছে কোন ফাঁদে?
কি বৈষম্যের গান গাও অবাক হয়ে শুনি!
চারিদিকে হচ্ছেটা কি ছলনার জাল বুনি?
---------------------------------------------