তারিখঃ০৩-১০-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**************************
ওরে প্রেম দূরে তো আছিস, ভীষণ দূরে,
তোকে ছুঁতে গিয়ে অনলে পুড়েছি অন্তরে।

যেমনপুড়ে দেয় সূর্য অসীম আকাশ সমুদ্রকে
ধূঁ ধুঁ বালুচরের বালি ঝড়ে ছুটেছি অন্ধ চোখে।
ওরে প্রেম তোকে বলেছি দূরে থাক আরো দূরে,
জানি স্বপ্নে তুই আছিস !তবু চাই চলে যা ততদূরে-

তোর এ ছদ্মবেশী সোনালী রূপ মনের জানায়,
দিনে রাতে নিয়ত অনল জ্বলে বিরহ যন্ত্রণায়।
এ প্রেম তো চাইনি!যে প্রেমে সভত্যাকে পুড়ে
যে ছবি -যে ঘটনা অসভ্যতাকে নিমন্ত্রন করে।

যদিও সত্য প্রেম দূরে তো আছিস, ভীষণ দূর!,
তবুও মিথ্যে প্রেমের চেয়ে বিরহ যন্ত্রণা সুমধুর,
--------------------------------------------