স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩-০৯-২০২৪ ইং
*************************

জ্বালা হে, জ্বালা হে, জুলুমের ওই রক্ত নিশান!
বিপ্লবে ওই গর্জে উঠ আসুক যত ঝড় তুফান।

রক্তে কেনা  স্বাধীনতা লাল সবুজের এলাকা,
জাগা দুলাল মুক্ত নিশান রক্ত রাঙা পতাকা ।
গুড়িয়ে দে ভেঙ্গে দে স্বৈরাচারের অড্ডাখান,
যারা তোদের বিদ্রুপ করি লুটিয়ে দে গর্দান।

দেশটা তোরা সাজিয়ে নে ন্যায়নীতি ইনসাফ,
লুটেরাজ বিদ্রোহী পুড়িয়ে দে কর রে সাফ।
ঘরে ঘরে মীরজাফর- ছদ্মবেশী –বেঈমান,
বিশ্বাস ঘাতক মুসতাক- সাবধান ! সাবধান !

বিপ্লবের ওই বিপ্লবী  আঘাত হানো মৃত্যু-বাণ,
শুদ্ধাচারে ঝাঁপিয়ে পড় এ মাতৃকার নজোয়ান।
----------------------------------------------