স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৭-১০-২০২৪ ইং
**********************
এই অশুভ খেলা শেষ হয়ে যাবে কোনদিন,
দুরভিসন্ধির এ আয়োজন ঠিকবে না বহুদিন।
সেই রক্ত এখনো কথা বলে বিপ্লবী গর্জনে,
যোদ্ধার চেতনা এখনো মরেনি প্রজন্মের প্রাণে।
ওরে যে জাতি একদিন তুলেছিল উঁচুশির মাথা-
দিয়েছিল বুকের রক্ত - ছিলো না কোন দৈন্যতা।
সে রক্ত মুছে কে রে? যে মাটির সাথে প্রেমের সংযোগ,
যে চেতনার সাথে লাল সবুজের দৃঢ় যোগাযোগ।
যদিও চারিদিকে মীরজাফরের উত্তরসূরীরা এসে,
খামচে ধরেছে শহীদের রক্তাক্ত পতাকা এদেশে।
ওরে মুক্তিযুদ্ধ এ জাতির অক্সিজেন, এ জাতির হিল্লোল,
তা কভূ শেষ হবার নয় ,যতদিন রবে পৃথিবীর কল্লোল।
দুরভিসন্ধির এ আয়োজন ঠিকবে না চেতনার কাছে,
ততো বেশি দূরে নয় এখনো দূর্গে দূর্গে যোদ্ধা আছে।
----------------------------------------------