আমি তো নই স্বপ্নবাজ,
বিশ্বাস করো আমি এখন
ভুলে গেছি
স্বপ্ন দেখতে।
এখন আমি বাস্তবের আঘাতে
জর্জরিত এক পরাজিত
এক অজানা পথের পথিক
যেই পথের শেষ নেই।
আমি এখন আর হারিয়ে যাওয়া
সুর খুজি না
কোনো গান বা কবিতা লিখি না
স্বপ্ন নিয়ে।
আমি এখন বাস্তববাদী।
স্বপ্ন দেখা সবার সাজে না
তবুও আমি বলবো
যারা স্বপ্নবাজ, দেখতে থাকো স্বপ্ন।
সাথে বাস্তবটাও মিলিয়ে নিও।