দূরে থেকেও যেনো
আজো আছে পাশে
ভুলবো কি করে বলো
আমি তোমাকে
ভুলেও তো যায় না ভোলা
ভুলেও তো যায় না ভোলা
তোমাকে
শত কাজের ফাঁকে
তোমাকে
ও পাখি রে
কই রইলা রে।

রাতের আকাশে, চাঁদের কাছে
নালিশ রাখি, প্রতি আঁধারে
হয় না কথা তোমার সাথে
আজো কি ভাবো আমায় আনমনে
ভুলেও তো যায় না ভোলা
ভুলেও তো যায় না ভোলা
তোমাকে
চাপা কান্না আর আর্তনাদে
তোমাকে
ও পাখি রে
কই রইলা রে।