আধার কালো রাতে
আমি একলা একা জেগে
জোনাকিরা এসে আলো জ্বালবে
এ মনে
সে আশাতে, আশাহত আমি একজন।
বৃষ্টির ছোয়া পাই না আমি
অনেকদিন হলো
মেঘের গর্জনে বড় ভয়।
বজ্রপাত বুঝি পোড়াবে আমায়?
ফুল সেদিন ছিলো হাতে
এখন আর নেই না
কাটা বিঁধবে এই ভয়ে।
ভয় করবো জয়
আমি আর সেই আমি নই।
ভেংগে চুড়ে চুরমার হয়ে গেছি
তোমার দেয়া অসহ্যকর যাতনায়।