কালো পেন্সিলে
কালো শব্দে সেদিন
লিখেছিলাম
আমার শোকগাথা,
রঙ হারিয়েছিলাম আমি।
সময় যাচ্ছে হারিয়ে
স্রোতের মত অবিরত,
আমার সময় ঠিক সেখানেই
ঠায় দাঁড়িয়ে, থমকে আছে।
বয়ে বেড়াচ্ছি
পুড়ে যাওয়া হৃদয়ের অংশ
ক্ষত-বিক্ষত।
ভালোবাসা কেন যে হারায় না
সুপ্ত থাকে মনের গহীন কোণে
জ্রাগত করতে চাই না
তবুও যে মন মানে না
ভালোবেসে যায় আনমনে
তোমাকে।
ভালোবাসা তোমার কাছে
টিস্যু পেপার হতে পারে
ইচ্ছে হলে ব্যবহার করো,
নয়তো ছুড়ে ফেলে দাও,
আমার কাছে তা
কখনোই না।
আমার নিজের ভুলবশত
এখন মনে হয়
তোমার ভালোবাসা চেয়েছিলাম।
তুমি দিলেও
আবার ফিরিয়ে নিলে,
হায়রে আমার অন্তর
এখনো
অন্তর্স্থল থেকে কাঁদে।