আমার মন খারাপের দিনে
তোমায় পড়ে মনে
চোখ গুলো খোজে তোমায়
আমার একলা আধার ঘরে,
তোমার স্মৃতি আরো পোড়ায়
দুঃখে কান্দে মন,
আমি পারলাম না হতে
তোমার আপনজন
ওগো তোমার আপনজন।
এক শহরে একই বৃত্তে
আমরা দুইজন,
মন আলাদা, পথ গেছে বেকে
বেখেয়ালী আমি খুজে বেড়াই
তবুও তোমায়,
যদি দেখা হয়ে যায়, কখনো ভুলে
বলো না কথা, আলতো হেসো
বাড়বে যে আরো ব্যথা।
আমায় করো ক্ষমা,
দুঃখে কান্দে মন
আমি পারলাম না হতে
তোমার আপনজন
ওগো তোমার আপনজন।