সবাই কি আর একরকম হয় রে মনা?
সবাই কি আর আমার মত হয়?
যে কিনা দুঃখেও কাঁদে
সুখেও কাঁদে।
যার ক্ষমা চাইতে হয়
কোন অপরাধ না করেও।
যার জন্য মন্দ সম্ভাষণ
নিয়তির খেলা।
যার তরে প্রতিটি আচরণ
প্রায় সবার, এক-দুজন ছাড়া
অবহেলিত।
যার কথায় সবাই হাসে।
যাকে বলা হয় অগোচরে
পাগল।
ইহা একটি রুপক কবিতা।