বছর ঘুরে এসেছে আবার,
মাহে রমজান মাস।
সকল পাপ মুক্ত হয়ে,
দুঃখ হবে নাশ।
পবিত্র এই রমজান মাসে,
দুনিয়া জুড়ে শান্তির ভেলা ভাসে।
প্রত্যেকের ঘরে ঘরে,
খুশির জোয়ার আসে।
হাজার মাসের সেরা নাকি,
কুরআনের বাণী।
বরকতময় রমজান মাস,
সকল মাসের রানী।
একটানা ত্রিশটা দিন,
থাকেন উপোস।
খোদার বান্দা-বান্দি খোদার জন্য
করেন দিল পোষ।
রোজা রাখার আনন্দটা,
রোজাদারই পায়।
ধনী-গরীব করেন মনোনিবেশ,
স্রষ্টার আরাধনায়।
ক্লান্তি,শ্রান্তি দূর হয়ে যাক,
অলস চোখের নিদ।
রোজার শেষে ফিরে আসে,
সবার খুশির ঈদ।