বর্ষায় বাদলে,
তন্দ্র মাদলে।
উদ্বিগ্ন গগনে,
অশ্রুসিক্ত মগ্নে।
বর্ষায় জলাচ্ছন্ন,
জলরাশি নীরাচ্ছন্ন।
বর্ষায় টলমল,
নিছিন্ন মাদল ।
বর্ষায় জলরাশি,
টলমল জলের হাসি।
মাঠ-ঘাট নদী-নালা,
পরিপূর্ণ সারাবেলা।
বর্ষার ঘূর্ণিপাকে,
জলরাশি বাঁকে বাঁকে।
চারদিক অস্থির,
ভেঙে পড়ে শিশির।
সজীব হয় গাছপালা,
জলস্রোতে নদী-নালা।
ক্রুদ্ধ উর্মিমালা।