বৃষ্টি ভেজা সকালে
বকুল ফুল ঝরেছে অকালে,
কই ধরা পড়েছে
কৃষকের জালে।
কৃষানী পিঠা তৈরী করছে
চুলার ধারে,
শ্রমিক নুয়ে পড়ছে
খেজুরের রসের ভাড়ে।
কালবৈশাখী ঝড় হচ্ছে অঝোরে
রাতে চাঁদ হারিয়ে গেল আধাঁরে,
ঘনিয়ে এল ঘুটঘুটে অন্ধকার
দেখা মিলনা পূর্ণিমার চাঁদ আর।