আমি, প্রায় প্রয়াত।

জীবনপুরের প্রবেশ পথে-
ধস নেমে, বিধির বিধানে..
আমি, প্রায় প্রয়াত।

সুস্থ খুলিতে বহুকালের-
ব্যাথা জমে, ক্রমে ক্রমে..
আমি, প্রায় প্রয়াত।

পার্থিব দেহে কৃত্রিম দিন-
যাপনের খেলায়, অবহেলায়..
আমি, প্রায় প্রয়াত।

বাস্তব নামক পাদুকাদ্বয়ের-
সুকতলা হয়ে, ক্ষয়ে ক্ষয়ে..
আমি, প্রায় প্রয়াত।

অতীত ও আগামীর ভারে-
হাপাচ্ছি তাই, আচমকাই..
আমি, প্রায় প্রয়াত।।

________________

# কবিতা : প্রায় প্রয়াত।
# রচনা ও স্বত্ব : কাঞ্চন মিত্র।