এইখানে শীত পড়ে গেছে,
মধ্যে কার্তিকের পড়ন্ত বিকেলে।
ঘন ঝোপে ঘুঘু ডেকে যায়,
কানে আসে, খেয়ালে বেখেয়ালে।
কচুরিপানার স্তুপে গজায়,
সৌখিন শীমের লকলকে ডগা,
জলহীন খালে জমেছে,
সবুজ শ্যাওলা, থকথকে কাদা।
তার মাঝে যতটুকু আছে জল,
বিষন্ন হৃদয়ে চাপা পরা প্রেমের মতন,
উঠিয়ে নেয় কৃষান সেউতি ভরে,
সবুজের আবাদের সময় এখন।
এইখানে শীত পড়ে গেছে,
মধ্যে কার্তিকের পড়ন্ত বিকেলে।
পাতলা কুয়াশা ভেসে থাকে,
স্বপ্নের মতো, শুকিয়া আসা বিলে।
মৌন বিষন্ন সূর্য পশ্চিমে পড়ে ঢলে,
হলদেটে আলোর আভা ছড়িয়ে,
বিস্তৃত চরাচরে সন্ধ্যা নামলো বলে।
জোনাকির দল নেই আজ কাছে,
ঘন রহস্য নিয়ে আঁধার নেমে আসে।
হৃদয়ের গভীরে তবু কিছু আলো,
স্বপ্নের সারথি হয়ে জেগে বসে থাকে।
কি এক বেদনায় গ্রাস করে চারপাশ,
বদ্ধ হৃদয় মাঝে স্তব্ধ বিষন্ন দীর্ঘ শ্বাস?
বিভাবরীর আলোয় প্রণয়ের সাধ জাগে,
কেন তারা চলে যায়, যারা ভালোবাসে?
(ঢাকা - ২০/০২/২০২২)