তোমায় ভাবলেই একটা কবিতা হয়ে যায়,
ছড়িয়ে বসি সব ছন্দের বৈভব।
তোমায় ভাবলেই ভালো লাগা ভীড় করে,
লুকোতে পারিনা প্রিয় অনুভব।
তোমায় ভাবলেই জলতরঙ্গে ভাসি আমি,
উজ্জ্বল রৌদ্রে স্নাত হয় দেহ,
কোন দূর সৈকতের নির্জন বালুকা বেলায়
ছিপছিপে তরুণীর চোখের মোহ।
তোমায় ভাবলেই তবু এ কেমন মন খারাপ,
দীর্ঘশ্বাসে শীতল হয় উষ্ণ হৃদয়,
সচেতন উপেক্ষার তীব্র দহনে বিমর্ষ লাগে,
নিজেকে ভীষণ সস্তা মনে হয়।
কাছেই আছো, তারপরও কাছে নেই তুমি,
অভেদ্য কোনো এক অন্তরাল,
দাঁড়িয়ে থাকে মাথা তোলে আমাদের মাঝে,
বিশ্বাস অবিশ্বাসের দোলাচাল।