প্রেম, এমনতর জিনিস,
প্রিয়ার চোখের প্রতিটি শিরা উপশিরা চিনে,
তবু পায়না মনের হদিস।
কি জানি কি কুলক্ষণে,
মন মজেছে আকুল প্রেমের গোলকধাঁধায়,
নয়ন খুঁজে মরে নয়নে।
রক্তের শ্বেত কণিকা ছুটে,
লাগামহীন ঘোড়ার মতো হৃদয়ের রাজপথে,
তবু প্রেম চাপা থাকে বুকে।
কি খুঁজে কে তা জানে,
মস্তিষ্কের কোষে জমা আছে হয়তো তার উত্তর,
তবু সন্দেহ ভরা মনে।
অপেক্ষায় কেটে যায় কাল,
হবেনা হয়তোবা প্রনয়, এই শ্রান্ত জীবনে আর,
তবু করেনা চোখের আড়াল।
ঘুম ঘুম ক্লান্ত আঁখি জুড়ে,
তার ভাবনা সদাই আসে অকস্মাৎ চমকে দিয়ে,
হাজার খোয়াব সাথে করে।
আবার তারই অবহেলার কথায়,
চুপসে যায় হৃদয়ে গজানো ভালোবাসার স্বপ্ন,
মরুর মরীচিকার মতো সহসাই।
(ঢাকা - ০১/০৩ ২০২২)