কত ভাবে তোমায় ভালোবেসেছি,
হিসাব কষিনি তা আংগুলের গাঁটে।
মুখরিত আবেগে অনেক ভালোবেসেছি,
সব'চে ভালোবেসেছি নিরবে তাকিয়ে চোখে।
অপার মুগ্ধতা নিয়ে ভালোবেসেছি
ধ্রুপদী অবয়বে চেয়ে থেকে অনিমিষে।
হৃদয়ের সকল ঐশ্বর্য দিয়ে ভালোবেসেছি,
ভালোবেসেছি, অবুঝ শিশুর মতো সরল বিশ্বাসে।
গুহাবাসী সাধুর সমস্ত একাগ্রতা দিয়ে,
ভালোবেসেছি আমি, একান্ত নিভৃতে নির্জনে,
তোমার রহস্য ঘেরা চেনা অচেনা মানস পটে
ডুব সাঁতার সারাবেলা, কোনো এক অমৃতের সন্ধানে।
(ঢাকা - ০৭/০৬/২০২২)