কেমন যেন হারিয়ে গেছি, ফুরিয়ে গেছি,
পথ ভুলেছি, যে পথ ছিল নিত্য পায়ে পায়ে।
তুমিও কেমন বদলে গেছ, পর হয়েছো,
ভুলেই গেছ, মনে রাখতে গেছেই বুঝি বয়ে।
শ্যামল লতা, তোমার গাছের বুনো শাখে,
ফুল হয়েছি, ফল হয়েছি, পড়ে গেছি ঝরে।
তোমার তাতে কি হয়েছে? ভালোই আছো!
নতুন গাছে শখের বাগান উঠেছে কি ভরে?
কমল আঁখি, তোমার খোঁপার ফুল হয়েছি,
দুল হয়েছি, চোখের ভাষায় পেয়েছি প্রশ্রয়।
হঠাৎ করে কাটলে বাঁধন, নিজের মতোন,
চুলের ভাজে নতুন ফুলের দিলে কি আশ্রয়?
জলজ নারী, তোমার নদীর জল ছুঁয়েছি,
ডুব দিয়েছি, কূল খুঁজেছি, ডুবে যাবার আগে।
জোয়ার ভাটার অন্তরালে, ভাসিয়ে দিলে!
তোমার নদী এখনো কি বইছে তুমুল বেগে?
আঁধার রাতি, তোমার ধাঁধায় পথ ভুলেছি,
অন্ধকারে দীপ খুঁজেছি, ধ্রুবতারার কাছে।
তাকিয়ে দেখি সংগোপনে, মনের কোণে,
তোমার নামে ধ্রুবতারা আজো বেঁচে আছে।
সেপ্টেম্বর ১৭, ২০২৩
ভ্যাংকুউভার, কানাডা