তুমি না এলে নিজে,
সাধ্য কি ধরব প্রাণে,
যতই জ্বালিয়ে রাখি,
শিখাটি মনে মনে।
তুমি যে অলীক ছবি,
চারপাশে নিত্য খুঁজি,
ধরা দিয়ে যাও হারিয়ে,
ছায়া কায়ার দ্বন্দ্ব যুঝি।
প্রভাতের আলোক হেরি,
তোমাকেই ভাবনা করি।
সাঁঝে যখন লুটায় পটে,
ভেবে নিই অকপটে,
বিমল ঐ রবির আলো
তোমারই করুণা ছিলো।
তোমারই ইচ্ছা বলে
উঠেছিল গগনতলে।
বনের ঐ তরুরাজি,
কি দারুন শ্যামল ছবি।
সেথায় কি থাকো মিশে,
অনুভবে প্রশ্ন আসে।
নীলাকাশের মেঘমালা,
দিয়ে যায় শীতল ছায়া।
ক্ষণে ক্ষণে পড়ে ঝরে,
কোন প্রভুর ইচ্ছা বলে?
ব্যাকুল হয়ে খুঁজি সদা,
মনে নিয়ে জটিল ধাঁধা।
কোথা তুমি থাকো মিশে,
মর্ত্যে নাকি দূরাকাশে?
কাছে দূরে যতই দেখি,
ভাবনা মোর উঠে চমকি।
মিশে আছো সংগোপনে,
ক্ষুদ্র হতে বৃহৎ প্রাণে।
(ঢাকা – ০১.০৮.২০২১)