অনেক কিছু চাই না তোমার কাছে,
নিপুণ হাতের ছোট্ট একটা চিঠি।
তোমার গল্পে আমি যদিও নেই,  
তবু জানতে চেয়ো বেঁচে আছি কি?

জানতে চেয়ো প্রথম কদম কলি,
জানতে চেয়ো হারানো গলির মোড়,
অমনি করে দাঁড়িয়ে থাকি কি না,
ঘনায় যখন তোমার ফেরার প্রহর।

জানতে চেয়ো শেষ বিকেলের মায়া,
জানতে চেয়ো হলুদ মায়াবী রোদ,
অবাক হয়ে চেয়ে দেখি নাকি,
আলোর খেলা তোমার বাদামী চোখ।  

অনেক কিছুই জানার হয়তো আছে,
অনেক কিছুই জানার হয়তোবা নেই,
অনেক কাছে ছিলাম হয়তো তখন,
অনেক দূরে  ঠেলেছো অজান্তেই।  

তবুও তোমার পত্র পাবো বলে,
প্রহর কাটে দারুণ অপেক্ষাতে,
তবুও তোমার পত্র পাবো বলে,  
চেয়ে থাকি ডাকপিয়নের পথে।

সেপ্টেম্বর  ২৫, ২০২৪
ভ্যাংকুউভার, কানাডা