মেয়ে তুমি করলে কেন ভুল,
এমন করে ছড়ায় কি কেউ চুল?
ফুটে থাকা পুর্তলিকার পাশে,
এমন করে থাকে কি কেউ বসে?
তিন প্রহরের বেলা পড়ে এলে,
মাঝ আকাশের সূর্য পড়ে ঢলে।
খোলা বায়ে যেই না উঠি ছাদে,
ভেজা চুলের গন্ধ এসে লাগে।
চুল শুকাতে উঠেছিলে আজ?
মুখের প'রে রোদের কারুকাজ।
অপলকে চেয়ে থেকে ভাবি,
মর্ত্যলোকে নও তো কোনো ছবি।
তোমার সাথে অপ্সরীদের মিল,
মুক্তো হয়ে জ্বলে ঠোঁটের তিল।
কেমন যেন বুকে জ্বালা ধরে,
সারাবেলা আগুন হয়ে পুড়ে।
(১৪.০৮.২০২১, ঢাকা) স্বরবৃত্ত ছন্দ