পুড়ছে দেখো বুকের ভিতর,
মৌন ধোয়ায় ঢাকছে শহর।
বুঝতে কি পাও বেদনা আমার?
কাটছে কেমন একাকী প্রহর?

ফালি ফালি কাটা আকাশের নীল,
হারালো কোথায় মেঘের মিছিল,
উত্তাপে পুড়ে মনের জমিন,
ঈশান কোনে আসবে কি ঝড়?

চাল চুলো হাড়ি দিয়েছে আড়ি,
তবুও জীবন দিচ্ছি পাড়ি,
প্রিয় চেনা মুখ সরে গেছে দূরে,
ডেকে আর কেউ নেয় না খবর।

তোমার বাড়ীর রঙ্গীন গেটে,
দলছুটো এক পলাশ ফোটে,
ঝরে পড়া স্মৃতির পাপড়ি কুড়াই,
ব্যস্ততা শেষে পেলে অবসর।

জুলাই ১১, ২০২৪
ভ্যাংকুউভার,  কানাডা