বলছি কথা সহজ করে,
নিজের মতো তা বুঝে নিস।
সবই লিখি তোকে ভেবে,
ভালোমন্দ তুই যাই বলিস।
সরাসরি বলতে গেলে,
কোথায় যেন কি বাদ সাধে,
পদ্য করে বলতে পারলে
ভয়টা একটু কমই লাগে।
ঠোঁট কাটা তুই মুখের প'রে
কি না কি যে বলে বসিস।
দূর থেকে তাই পদ্য ছুড়ছি,
ভালোবাসলে তা তুলে নিস।
মুখ ফুটে তো বলিস না আর
কেমন লাগে আমার লিখা,
জেরা করলে বুঝতে পারি
পড়লি কি না কবিতাটা!