কষ্ট পেলে আকাশ কিনি,
সবুজ গাছের পাহাড় কিনি,
খরস্রোতা নদী কিনি,
প্লাবন কিনি, শ্রাবণ কিনি,
কষ্ট পেয়ে তোমায় চিনি।

কষ্ট পেলে বৃষ্টি কিনি,
ভেজা শীতল হাওয়া কিনি,
বজ্রপাতের শব্দ কিনি,
আলো কিনি, আঁধার কিনি,
কষ্ট পেয়ে তোমায় চিনি।

কষ্ট পেলে কান্না শুনি,
খসে পড়া তারা গুনি,
আকাশগংগায় দু:খ বুনি,
চন্দ্র কিনি, জোছনা কিনি,
কষ্ট পেয়ে তোমায় চিনি।

প্রথম যে বার কষ্ট দিলে,
ভেবেছিলাম সাগর কিনি,
নোনা জলের পাথর কিনি,
সাদা পালের জাহাজ কিনি।
পুরা কালের নাবিক হয়ে,
একলা দ্বীপে বসত গাড়ি,
জলোচ্ছ্বাসের জলে ভেসে,
দূর সাগরে ডুবে মরি।

সেবার আমার হয়নি মরা,
অস্থি মজ্জার গভীর খুড়ে,
নিজের স্বরূপ খুঁজে ফেরা।
আমিই বুঝি পাথর নুড়ি,
কৃষ্ণ তারা, শুকনো কুঁড়ি,
তোমার আকাশ ছেড়ে আসা,
সুতো ছেড়া বল্গা ঘুড়ি।
উড়তে পারি, ঘুরতে পারি,
ইচ্ছে হলেই থামতে পারি,
পারা শুধু যায় না রোখা,
তোমায় দেখার আহাজারি।

আগস্ট ২৭, ২০২৪
ভ্যাংকুউভার, কানাডা