আলো ছায়া রঙ খেলে মেঘ রৌদ্রর,
দিলাম হাওয়ার পায়ে সোনার নুপুর,
নেচে নেচে গান গায় বাদলের তালে,
আকাশের মন খারাপ সাত সকালে।
অবাক বাশের পাতায় বৃষ্টির শিশির,
সারাবেলা একটানা ঝির ঝির ঝির।
কদমের ডালে ডালে হলুদ ঝিলিক,
চুপিচুপি নেচে ফেরে ছোট্ট শালিক।
কানি বক রাখে চোখ দীঘির জলে,
ঝাঁপ দেয় চকিতে ছোট মাছ পেলে।
খেয়া ঘাটে কমে গেছে যাত্রীর ভীড়,
সারাবেলা একটানা ঝির ঝির ঝির।
আমন ধানের জমি জলে ভরো ভর,
অঝোরে ঝরছে বাদল সারাটি প্রহর।
শাপলা শালুক ফুলের সতেজ বাহার,
কোলাব্যাং জলে নামে নাইতে আবার।
ভেজা ঘাসে রঙ ছড়ায় নদীটির তীর,
সারাবেলা একটানা ঝির ঝির ঝির।
মেঘের আড়ালে ঢেকে দিন গেল বাড়ি,
সূর্যের সাথে বুঝিবা দিয়েছিলো আড়ি।
ভেজা হাওয়া নিয়ে আসে বকুলের ঘ্রাণ,
চারপাশে গেয়ে যায় ঝিঁঝিঁ পোকা গান।
দীপশিখা আলো জ্বালায় সন্ধ্যাবাতির,
সারাবেলা একটানা ঝির ঝির ঝির।
(ঢাকা- ২৯/০৩/২০২২)