এই অকাল বরিষণে,
তোমার কথা পরে মনে,
একান্তে, নির্জনে।

উদাস চেয়ে থাকি ঘন মেঘে,
শীতল বাতাসে তন্দ্রা লাগে,
হৃদয় ব্যাকুল তোমায় ভেবে।

বিগতদিনের ক্ষয়ে আসা স্মৃতিতে,
মন থাকে মেতে,
ভাবনা জড়ায় শুধু তোমাতে।

কোনো এক অতীতের কালে,
গিয়েছিলে চলে,
আমায় একাকী  ফেলে।

সেদিনও ছিল ঘোর  বরিষণ,
জলে ভরা অবুঝ নয়ন,
মানেনি কোনো বারণ।

অঝোরে ঝরে ছিল আকুল ধারায়,
পাজরের গহীন কিনারায়,
কি যে ব্যাথা লেগেছিল কি করে বুঝাই।