আমি জানি তুমি চোরাবালি, আমি জানি তুমি ফাঁদ,
আমি জানি একপেশে ভালোবাসা সব,
তবু তোমাতে বিশ্বাস অগাধ।
আমি জানি হারাতে হবে সব, ঘুঁচে যাবে হৃদয়ের টান,
আমি জানি স্বীকার করবেনা কোনো দায়,
সবই আমার বোকামির প্রতিদান।
বুঝেছি আগেই, আমি তোমার কালক্ষেপণের সংগী,
যাচিত প্রয়োজন শেষ হয়ে হয়ে গেলেই,
তুমি আবার সেই খোলসে বন্দী।
তবু শুনেছি আমার সরল হৃদয়ের ব্যাকুল আকুতি।
বিশ্বস্ত একজন খাঁটি প্রেমিকের মতো,
তোমার ফাঁদেই দিবো আত্মহুতি।