এ বুঝি এক অনন্ত যাত্রা,
সসীম ছেড়ে অসীম শূন্য পানে।
পরে থাকে বিস্তৃর্ন কর্মভার,
জীবন লুটায় অন্তিম শয়ানে।
আঁধার হতে আলোর ধরনী
বিস্ময়ের কাটে না ঘোর,
সহসাই আসে আঁধারের ডাক,
বিদায়ের সকরুণ সুর।
প্রশ্ন থেকে যায় মনে,
এসেছিলাম কিসের সন্ধানে?
উত্তর হয় না উদ্ধার,
জীবন খুলে না রহস্যের দ্বার।
জুন ২৯, ২০২৪
ভ্যাংকুউভার, কানাডা