মনি মাণিক্য কনক বসন,
রাজ্য জয়ে ক্ষমতার আসন,
জমি শস্য ঋষভ মেষ,
ধন দৌলতের নাই শেষ।
অন্তর ভরা লোভ লালসা,
আরো অধিক পাইবার আশা,
তুষ্ট হয়না অল্পতে মন,
বুভুক্ষের মতো চায় সারাক্ষণ।
তুমি যদি প্রভু কৃপা না কর,
মনের মাঝে আলোক না জ্বাল,
লোভের সাগরে মরিব ডুবে,
মানব জনম বৃথা যাবে।
দারা পুত্র পরিবার পরিজন,
সদ্যভুমিষ্ট শিশুর ক্রন্দন,
প্রভাব প্রতিপত্তি মান সম্মান,
ভুলিয়ে রাখে তোমার নাম।
নশ্বরে সঁপে দিয়া মনপ্রান,
তুষ্টি করি তারে দিনমান,
তাহারেই ভাবি বড় মহান,
হৃদয়ে রিপুর বিষাক্ত বান।
তোমার সকাশে হাতজোড়ি,
কায়োমনো বাক্যে আর্জি করি,
নির্লোভ অন্তর কর দান,
ব্রক্ষান্ডের প্রভু তুমি চির মহান।