আজ বর্ষার জলে, ঝিকিমিকি করে,
রুপালী চাঁদের রুপালী আলো।
মনের মাঝে ভাবনা জাগে,
লাগে কেন সব এত ভালো।
সুরের ধারায় মন ছেয়ে যায়,
যে সুর কভু কেউ শোনেনি আগে।
গানের ভাষায় মন কে ভাসায়,
চাঁদের আলো স্বপ্ন লাগে।
গাছের পাতায় শিল্পী হয়ে,
চাঁদের আলো ছবি আঁকে।
মনের যত গোপন কথা,
ভাবতে আজ ভালো লাগে।
বনের পথে যেতে যেতে,
আলতো করে ছুয়ে দিলে।
ভালো লাগার অনুভূতি,
মনের মাঝে ঝড় তুলে।
তোমায় আমি বলতে পারিনি,
স্বপ্ন আছে তোমায় ঘিরে।
বুকের ভাষা বুকে থাকে,
মুখের প’রে আনি কি করে।
আজ চাঁদের আলোয় ভাবনা আমার,
পাখির মতো ডানা মেলে।
স্নিগ্ধ হাওয়া সুখের মতো,
হৃদয়ে আমার কাঁপন তুলে।
চোখ বুজলেই তোমায় দেখি,
তুমি থাকো ভাবনা জুড়ে।
তোমার নিরব অবহেলায়,
চোখের কোনে জল ঝরে।
মাঝে মাঝে পৃথিবীতে
নিজেকে বড় একা লাগে।
মনের মাঝে ইচ্ছা জাগে,
প্রিয় কারোর স্পর্শ পেতে।