হয়তো কোনো এক প্যারালাল ইউনিভার্সে,
তোমার আমার সংসার আছে,
চাল চুলো হাড়ি আছে, দূরন্ত শিশু আছে,
হৃদয় ভরা উষ্ণতম প্রেম আছে,
তোমার আমার সংসার আছে।
লতানো শীমের মাচায় রঙিন ফুল আছে,
কচি শস্যর বিমোহিত ঘ্রাণ আছে,
জল আছে, ফল আছে, গভীর মায়া আছে,
এক সাথে থাকবার অনন্ত তৃষা আছে,
তোমার আমার সংসার আছে।
শীতের কুয়াশা আছে, রোদেলা সকাল আছে,
ব্যাস্ত দিন আছে, স্নিগ্ধ নিশি আছে,
কোনো অচেনা জগতের অচেনা সময়ে,
অপার্থিব আলো ছায়ায় উদ্ভাসিত,
তোমার আমার সংসার আছে।
আর এই চিরচেনা জগতে শুধুই দীর্ঘশ্বাস,
হৃদয়ে প্রেম, তবু দু'প্রান্তে বসবাস।
জন্মজন্মান্তরের বাঁধন বোধ করি প্রাণে,
অমোঘ নিয়তির লিখায়,
দেয়ালের দু'পাশে বন্দী দুজনে।
নভেম্বর ২০, ২০২৩
ভ্যাংকুউভার, কানাডা