হৃদয়ের রাজপথে তুমুল আন্দোলন,
মস্তিষ্কের প্রতিটি কোষে চলছে স্লোগান।
তোমাকেই চাইছে সবাই তীব্র চিৎকারে,
অক্সিটোসিন হরমোনের অনন্ত যোগান।
আবেগে বিবেকে নাজেহাল হৃদয়,
ইহকাল পরকালের হিসাবে গরমিল।
তোমাকে ভাবলে পাপের শেষ নেই,
তবু সজ্ঞানে গলায় ঢালি বিষাক্ত নীল।
মুখোশে মুখোশে কথা হয় অনেক,
মুখোশে মুখোশে অভিমানের পাহাড়।
মুখোশ খুলে গেলে প’রে অবাক ভাবি,
ঢের হয়েছে তো খেলা ভালোবাসবার।
তোমার সবুজ ঘাসে, হলুদ ঘাসফুল,
আমার অবিশ্বস্ত হৃদয়ে প্রেম ছলকায়।
যার জন্যে অক্সিটোসিন সংবিধিবদ্ধ,
দিন দিন সে কেন এতো দূরে সরে যায়?
ভ্যাঙ্ককুবার, কানাডা (২৩ জুন, ২০২৩)