একদিন ফিরে আসব তোমার শহরে,
হয়তো দেখা পাবো না তোমার।
একদিন সব স্মৃতি ফিকে হয়ে যাবে,
আমাকে ভাববে না আর।  
একদিন তোমাকে ছাড়াই অভস্ত্য
হয়ে যাবে দৈনন্দিন জীবন।
একদিন তোমার ছবি দেখে আর,
উঠবে না রক্তে আলোড়ন।
একদিন কাবার্ড, আলমিরার ড্রয়ারে,
খুঁজবো না তোমার চিঠি।
একদিন দেখবো তোমাকে ছাড়াই
ভালো লাগছে আষাঢ়ের বৃষ্টি।
একদিন অনন্ত প্রার্থনায় নিমগ্ন হয়ে,
চাইবো তোমাকে ভুলে যেতে।
কোথাও তবু ভুল হয়ে যাবে জানি,
বারবার চাইবো ফিরে পেতে।

ডিসেম্বর ২২, ২০২৪  
ভ্যাংকুউভার, কানাডা