রমণী, তুমি আছো বলেই,
কলমের ডগা দিয়ে কালি নয়,
ঝরে পড়ে ছন্দের ফোয়ারা।
রমণী, তুমি আছো বলেই,
বেদনার জলে সিক্ত শব্দ গুলো,
শুকাতে পারি দখিনা বাতাসে।
রমণী, তুমি আছো বলেই,
কঠিন পাথর কেটে চেঁছে বানাই,
কল্পনার মত মসৃণ ভাস্কর্য।
রমণী, তুমি আছো বলেই,
চারপাশের শত বৈরিতার মাঝেও,
বেঁচে থাকতে ইচ্ছে করে।
হে মোর কাঙ্খিত রমণী,
তুমি যখন পাশে এসে দাঁড়াও,
বুকের ভেতর শীতলতা আসে,
শরতের প্রথম ভোরের মতো।
হে মোর উদাসিনী রমণী,
তোমার অজান্তে ব্যাকুল এই চোখ,
তোমার চোখে খোঁজে ফেরে,
কোনো দূর্লভ গোপন আহ্বান।
হে মোর দ্বিধান্বিত রমণী,
আনমনে আমার দিকে চেয়ে থেকে,
হঠাৎ যখন মুখ ঘুরিয়ে নাও,
আমার হৃদয় তখন বিচলিত।
হে মোর শঙ্কিত রমণী,
তোমার চেহারার সুক্ষ্ণ পরিবর্তন,
আমি টের পাই মুহূর্তে,
আমার হৃদয়ের সুক্ষ্ণ কাঁপন,
তুমি বুঝতে পারো কি?
(ঢাকা- ০৩.০৮.২০২১)