কেউ বুঝবেনা আমি শূন্য আজ,
কেউ দেখবেনা হাসির আড়ালের বিষন্নতা,
তোমার সাথে সব শেষ হয়েছিল
যেদিন, পড়েছে সে ক্ষণে জীবনের যবনিকা।
কেউ শুনবেনা আমার নিরব কান্না,
কেউ ফিরেও তাকাবেনা ভেজা আঁখির পানে,
হাসি দেখে সবাই ভেবে নিবে সুখেই
আছি, তুমি বুঝে নিও আমার বেদনা গোপনে।
সবাই দেখবে আমি দাঁড়িয়ে আছি,
অনমনীয় ঋজুতা নিয়ে বৈরী পৃথিবীর মাঝে,
জেনে নিও তুমি, এটা শুধু খোলস
আমার, ভেতরে ভেতরে ভাংগনের সুর বাঁজে।
কেউ জানবেনা, তোমায় ভাবি আমি
প্রতি পলে পলে, মৌন বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে,
তোমার বিচ্ছেদ আমায় মুক্তি দেয়নি,
টেনে নিয়েছে অতলান্ত বেদনার কৃষ্ণ গহ্বরে।
কেউ বুঝবেনা, কি ভীষন প্রয়োজন
তোমাকে আজ, সব কিছু অসম্পূর্ন তুমি ছাড়া,
একাকীত্বের পাষাণ ভারে ক্লান্ত আমি,
সুবিন্যস্ত চলমান জীবন হয়ে গেছে ছন্দহারা।
(ঢাকাঃ ০৬/০৮/২০২২)