নেড়িকুত্তা আর বুভুক্ষু মানব সন্তান মারামারি করে আস্তাকুঁড়ে,
কালো কাঁচে মোড়া গাড়ি ছুটে চলে সাইরে বাজিয়ে তারস্বরে।
সিগ্যনালে সিগ্যনালে গতিরূদ্ধ জনতার রুদ্ধশ্বাস প্রতিক্ষা,
উন্নয়নের একমুখী জোয়ারে, সময় আর লালিত স্বপ্নের
অগস্ত্য যাত্রা।
হাতকচলানো ভৃত্যের মুখে ফেনা উঠে স্তুতিবাণীর অনর্গল প্রবাহে,
স্বার্থপর টিভি আর পত্রিকা তার সাথে সুর মেলায় স্বমেহন স্বভাবে।
ফাপরবাজ জ্ঞানী আর স্যাংগাত, সবাই এক কাতারে ভিক্ষা করে,
মমতাময়ীর বিগলিত হৃদয় গলে যদি কিছ অনুগ্রহ খসে পড়ে।
ঘাড়ত্যাড়া নাগরিকের বেফাঁস প্রশ্নে আস্ফালন কোট পড়া নেতার-
"থাকতে পাড়ছিস এই দেশে, এটাই তো ভাগ্য তোর বাবার!"
পদ্মাপাড়ে অতিকায় ব্রিজ উঠে, পায়রার বুকে সুগভীর বন্দর,
নাগরিকের বেহাল দশা, পশ্চাতের কাপড় খুলে দেখা যায় অন্দর।