মা, যেন এক অশগন্ধা,
ফুল লতা পাতা ডালে, ধন্বন্তরি ঔষধি।
পৃথিবীর প্রথম চেনা মুখ,
সকল বৈরীতার মাঝে স্নেহের জলধি।
প্রথম বিশ্বাস, নির্ভরতা,
পায়ে পায়ে হাটতে শেখা বন্ধুর পথে,
দিনশেষে নির্ভয় আশ্রয়,
প্রশান্ত আর্দ্র প্রলেপ বেদনার্ত ক্ষতে।
শোক অসুখের ভরসা,
সীমাহীন দাবি-দাওয়া, সহস্র আবদার,
শত কষ্টেও অবিচল,
প্রাণপণ প্রচেষ্টা আগলিয়ে রাখবার।
মা, গৃহকোণে সৌম্য-শান্তি,
পরিণত বয়সে এসেও স্নেহের শাসন,
মা, হারিয়ে যাওয়া ঠিকানা,
কালের আবর্তে কেটে যাওয়া বাঁধন।
মা, তসবিহ, জায়নামাজে স্মৃতি,
আগাছায় ভরে যাওয়া নিঃসঙ্গ কবর।
মা, ফিরে এসো একবার,
আজো হয়তো অপেক্ষায় শৈশব প্রহর।
মে ১৪, ২০২৪
ভ্যাংকুউভার, কানাডা