অনেক দিন ধরেই গুগল বলছে,
জমা করা স্মৃতি ভারে ভরে গেছে মেমরির।
তাই বসলাম গুগল ড্রাইভের সংস্কারে,
যদি কিছু ছবি মুছে খালি করা যায় স্মৃতি ভান্ডার।
ঘন্টা দুয়েকের পরিশ্রমে সামান্য কিছুই পেলাম,
ডিলিট করে মেমরি খালি করার মতো।
খুঁজে দেখলাম তোমার সতেরোশো বিয়াল্লিশটা ছবি,
আমার সব স্মৃতি দখল করে বসে আছে।
ঠিক আমার মনের মেমরি দখল করার মতোই।
রেখে দিলাম সব ছবি।
থাকুক।
গুগলের মেমরিতে লাল বাতি জ্বলছে,
জ্বলুক।
আমার মুঠোফোনে আর ছবি উঠবে না,
না উঠুক।
তবু তোমার সব ছবি থাকুক।
আমাকে টেনে নিয়ে যাক বিস্মৃত দিনে,
আমাকে ভাসাক ভয়ানক আবেগে।
ভাসাক, টেনে নিক।
আমার সব তো ছেড়ে এসেছি,
সেই ছবির মানুষের কাছে,
সেই সময়ের কাছে।
শুধু সাথে এনেছি অসম্ভব শক্ত একটা মন,
যে প্রতি পলে দুরন্ত আবেগকে চাপা দেয়,
বাস্তবতা আর সামাজিকতার দোহায় দিয়ে।

ডিসেম্বর ২০, ২০২৪  
ভ্যাংকুউভার, কানাডা