দখিন হাওয়া আনলো বয়ে,
কাঁঠাল চাপার ঘ্রাণ।
সাত সকালে কার লাগি যে,
আকুল হল প্রাণ।
ঝরা পাতা মরমরিয়ে,
কার কথা যায় বলে,
হৃদয় মাঝে প্রভাত আলো,
গোপন ব্যথা ঢালে।
প্রজাপতির পাখা দু'টোয়,
রঙের ছড়াছড়ি।
বিষাদ মাখা ভুবন জুড়ে,
অবাক উড়াউড়ি।
রঙিন আঁচল উড়লো তোমার,
বসন্তের এই হাওয়ায়।
পুব আকাশের রাম ধনুটা,
ঢাকলো তারি ছায়ায়।
বিকেল বেলার লালচে আলোয়,
তোমার মুখে মায়া।
কোন সে শিল্পী আঁকলো ছবি,
মিশিয়ে আলো ছায়া।
জ্বলতে থাকা জোনাক পোকা,
অবাক হয়ে ভাবে।
এমন উজল নয়ন তারা,
দেখেছে কেউ আগে?
সাঁঝের বেলায় ধুপের ধোঁয়ায়,
আঁধার নেমে আসে।
তোমার ভাবনা হয় না সারা,
জাগিয়ে আমায় রাখে।
গাছের পাতায় সুরটি তুলে,
ঝিঝি পোকার দল,
ক্লান্ত হলেও থামে না তো,
হৃদয় কোলাহল।
কি এক ধ্যানে উদাস হয়ে,
ভেবেই শুধু যায়।
সকাল গিয়ে সন্ধ্যা হলো,
প্রেম যে ভীষণ দায়।
(ঢাকা - ১২/০২/২০২২)